Bangla New SMS in 2022 | বাংলা নতুন প্রেমের কবিতা ২০২২ | আবেগী স্বপ্ন

Bangla New Premer SMS | বাংলা নতুন প্রেমের কবিতা | আবেগী স্বপ্ন - সময়ের সেরা এস এম এস ২০২২ 

Bangla New/Notun Premer Kobita or SMS in 2022 (বাংলা নতুন প্রেমের রোমান্টিক কবিতা) সবার কাছেই ভালো লাগে। আপনি যদি বাংলা নতুন ছন্দ সহ সকল কবিতা গুলো SMS অনুসন্ধান করে থাকেন, তাহলে এই টপিক টি আপনার জন্য যথার্থ ফলাফল। 
Bangla New Premer SMS | বাংলা নতুন প্রেমের কবিতা | আবেগী স্বপ্ন
Bangla New Premer SMS | বাংলা নতুন প্রেমের কবিতা | আবেগী স্বপ্ন   

ভালোবাসার Romantic কবিতা এবং প্রেমের কবিতা পড়ে প্রয়জন কে পাঠানোর জন্য বিডিরং৯৯ এ প্রতিনিয়তই নতুন সব কবিতা লেখা হয়ে থাকে। তাই সবাই প্রতিদিন নতুন কবিতা আপডেট পেতে BDRong99.Com ব্লগ সাইট  ভিজিট করতে পারেন । 

আজকের বাংলা নতুন কবিতাটির নাম হলো "আবেগী সপ্ন" কবিতা টি রচনা করেছেন সুলতান মিজান খান। এটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে লিখা হয়েছে। 

আবেগী সপ্ন
==============
মনে পড়ে আজও তুমার ছবি গুলো, 
যত্নে রেখেছি তুমায় হৃদয়ের ফ্রেমে।
নিয়মিত মুছে রাখি আবেগী প্রেমে....
তুমায় নিয়ে কতশত গড়েছি সপ্ন।
অবহেলার কারন কি, বিবেগি মন?

তুমাকে আবেগে বাধিয়াছি একি অপরাধ? 
ভালোবাসার সাগরে নিলে হাতে রেখে হাত,
আমি সাতার জানিনা, ভয় তবে মনে,
এটা আবেগ নয়, তুমি ছেড়ে দিলে, 
ডুবে যাবো সেই ক্ষনে, তবে দুর্বলতা প্রকাশ হয়।   

------------------মিজান খান।

Read More SMS in Bangla:- বাংলা ভালোবাসার নতুন কবিতা | ৬ টি সেরা মেয়ে পটানোর কবিতা | লিখেছেন মিজান খান

ব্যখ্যাঃ- আবেগ! সাধারণত আমরা আবেগের মুল্য দিতে জানিনা। আমরা ভাবি আবেগেী আচরণের কোন মুল্য নেই। যার আবেগ যত বেশি তার মন ততই নরম। আবেগ এমনিতেই আসে না, যখন আবেগ আসে তখন মনের দরজা দিয়ে বাতাস ঢুকে। সকল রাস্তা হারিয়ে কেউ যখন আবেগী হয়ে উঠে আমরা যেনো বিবেগ দিয়ে তাকে উদ্ধার করি এবং সঠিক রাস্তায় পৌছে দেই। 
Thanks all.                   
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url