আইফোনের নতুন মডেল আইফোন এসই The new model of iPhone is iPhone SE

আইফোনের নতুন মডেল আইফোন এস ইি The new model of iPhone is iPhone SE

আইফোন কিনতে কিডনি বিক্রির ঘটনা হরহামেশাই শোনা যেত সোশ্যাল মিডিয়াতে। তবে সেই দিন এখন আর নেই। এবার মধ্যবিত্তদের হাতের নাগালে আসতে যাচ্ছে আইফোন। 


আইফোনের নতুন মডেল আইফোন এস ইি The new model of iPhone is iPhone SE

এ বছরের মার্চে কম দামে আইফোনর নতুন মডেল SE বাজারে আনতে যাচ্ছে Apple। একই সময় আপডেট আইপ্যাড ও আনবে প্রতিষ্ঠানটি। খুচরা পর্যায়ে ফোনটির দাম ধরা হয়েছে ৩৯৯ ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ মাত্র ৩৬ হাজার টাকা। উচ্চমূল্যের কারণে অনেকে ব্যবহার করতে পারে না আইফোন। এবার এসব গ্রাহকের কথা মাথায় রেখে সাশ্রয়ী মূল্যে আইফোন আনছে আইফোন টি বাজারে এলে এটিই হবে গত দুই বছরের আইফোন AC মডেলের সর্বশেষ আপডেট। ফোনটিতে থাকছে 5g প্রযুক্তি উন্নত ক্যামেরা দ্রুতগতির প্রসেসর সাথে থাকবে কোম্পানির তৈরি A15 বায়োনিক চিপসেট। যা থেকে আগের থেকে ভালো কানেক্টিভিটি চলতি বছরেই বাজারে আসা আইফোন ১৩ তে ব্যবহার করেছে এই চিপসেট বাজারে আসলে এটি হতে পারে কোম্পানির সব থেকে কম দামের মোবাইল ফোন। 

নতুন ভার্সনের ফেস আইডি না ব্যবহার করলেও টাচ আইডির সাথে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে ডিজাইনের বড় কোনো ধরনের পরিবর্তন দেখা যাবেনা। গত বছরের অক্টোবরে প্রো মডেল এর দুটি ম্যাকবুক বাজারে আনার ঘোষণা দিয়েছিল অ্যাপেল। সেগুলোতে আরও শক্তিশালী চিপ ব্যবহার হবে বলে জানিয়েছে অ্যাপল তবে দেখা যাক ম্যাকবুক এ কি ধরনের পরিবর্তন আসে। তবে ধারণা করা হচ্ছে বড় কোন ধরনের পরিবর্তন না আসলেও প্রসেসর আর ব্যাটারিতে বেশ ভালো একটা পরিবর্তন আসছে। 

আপনাদের মধ্যে অনেকেই জানতে চান যে আইফোনের দাম কেন এত বেশি আইফোনের দাম। বেশি হবার অনেক কারণ আছে যার মধ্যে অন্যতম কিছু কারণ হলো মার্কেটিং, নিজস্ব প্রযুক্তি, এবং কোয়ালিটি। যদি বলা হয় মার্কেটিং তাহলে অ্যাপল সবসময়ই একটা হাইট তৈরি করতে চাই এবং সবার নজরে থাকতে চাই যার কারণে আইফোনের দাম একটু বেশি রাখা হয়। এবার আসছে আইফোন এর নিজস্ব প্রযুক্তি আইফোনের নিজস্ব প্রযুক্তি হবার কারণে এটির খরচ বেশি হয় যার কারনে দাম টা বেড়ে যায়। এবার আসছে আইফোন এর কোয়ালিটি কথায় আছে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবেই আইফোনের কোয়ালিটি নিয়ে কখনো চোখ প্রশ্ন করতে পারেনি। আইফোন 2007 সাল থেকে এখন পর্যন্ত মার্কেটের সর্বোচ্চ স্থানে দাঁড়িয়ে আছে আইফোনের। সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী হল স্যামসাং স্যামসাংয়ের ও অনেক ভালো মোবাইল ইতিমধ্যে মার্কেটে আসছে যে মোবাইল গুলো সরাসরি আই ফোনের সাথে টক্কর দিচ্ছে। দুইটাই বড় টেক জায়েন্ট কোম্পানি হওয়ার কারণে কেউ কারো থেকে পিছিয়ে যাচ্ছে না।

তবে ধারণা করা হচ্ছে আইফোন SE মডেলটি বাজারে আসলে এটি হবে সবথেকে ভালো মোবাইল ফোন কম দামের মধ্যে এবং এটি রেকর্ড পরিমাণ বিক্রি করার চিন্তা করছে আইফোন কোম্পানি যেহেতু এটি কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে তাই রেকর্ড পরিমাণ বিক্রির ও আশা করা যায় এবং মোবাইল মার্কেট অনেক বড় দরনের একটি পরিবর্তন চলে আসবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url