বাংলা হাসির ছোট গল্প Short story of Bengali laughter

বাংলা হাসির ছোট গল্প Short story of Bengali laughter

নিচে তিনটি গল্প অনেক মজার ও হাসির গল্প গুলি নিজে পড়ুন অন্য দের বা আপনার বন্ধুদের পড়তে সাহায্য করুন আমরা চেষ্টা করছি প্রতিনিয়তো নতুন নতুন গল্প দেওয়ার। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে

অন্য পোস্ট : হযরত লোকমান হাকিম আর কাল নাগিন কি হয়েছিল What happened to Hazrat Lokman Hakim and Kal Nagin?

বাংলা হাসির ছোট গল্প Short story of Bengali laughter

গল্প নাম্বার ১ ( পাগল পরীক্ষা )

একদিন পাগলা গারদের এক ডাক্তার তিন পাগলের উন্নতি দেখার জন্য পরীক্ষা নিচ্ছিলেন। পরীক্ষায় পাস করতে পারলে মুক্তি, আর না করলে আরো দুই বছরের জন্য আটকানো হবে। ডাক্তার তিনজনকে সাথে নিয়ে একটা পানিশূন্য সুইমিং পুলের সামনে গিয়ে ঝাঁপ দিতে বললেন। প্রথম পাগল সাথে সাথেই ঝাঁপ দিয়ে পা ভেঙ্গে ফেলল। দ্বিতীয় পাগলটিও ডাক্তারের কথা মতো ঝাঁপ দিয়ে হাত ভেঙ্গে ফেলল। কিন্তু তৃতীয় পাগলটি কোনোমতেই ঝাঁপ দিতে রাজি হলো না। ডাক্তার আনন্দে চিৎকার করে উঠে বললেন, আরে, তুমি তো পুরোপুরি সুস্থ। তোমাকে মুক্ত করে দেব আজই। আচ্ছা বলো তো তুমি কেন ঝাঁপ দিলে না?
জবাবে সে বললো, ‘আমি তো সাঁতার জানি না’।

গল্প নাম্বার ২ ( পাঁচ ইঞ্চি দাড়ি )
এক রাজা ঘোষণা করলেন, আমার রাজ্যে যে লোকের মুখে মাত্র একটা দাড়ি আছে তার এই কৃতিত্তের জন্য আমি তাঁকে একদিনের জন্য রাজা বানাবো। তবে শর্ত হলো দাড়ির দৈর্ঘ্য কমপক্ষে ৫ ইঞ্চি হতে হবে। ৪ ইঞ্চি দৈর্ঘ্যের একমাত্র দাড়িওয়ালা এক লোক এ কথা শুনে খুব মন খারাপ করলেন। ইস্! ১ ইঞ্চির জন্য একদিনের রাজত্ব পাওয়া হলো না।

এক ব্যক্তি তাঁকে পরামর্শ দিলেন, প্রতিদিন সরিষার তেল দিয়ে এই দাড়ি মালিশ করলে ১ ইঞ্চি বৃদ্ধি পাবে। যেই কথা সেই কাজ। সত্যি সত্যি কয়েকদিন পর তাঁর দাড়ি ১ ইঞ্চি বাড়লো। কয়েকদিন পর মহাখুশিতে সেই লোক রাজদরবারের দিকে চলল। মনে খুশি আর ধরেনা। হাতে তেল দাড়িতে মালিশ করতে করতে যেই তিনি দরবারে ঢুকতে যাবেন। অমনি ...দাড়িটা ছিড়ে গেল।

গল্প নাম্বার ৩ ( ছোট গল্প )

বল্টু :লোকে বলে দুধ খেলে নাকি শক্তি বাড়ে!

পল্টু :হ্যাঁ, সত্যিই তো বাড়ে, কোনো সন্দেহ আছে??

বল্টু :ধুর বেটা! সেইদিন পাঁচ গ্লাস দুধ খেয়ে এই দেয়ালটা আধা ঘণ্টা ধইরা ধাক্কাইলাম, এক ইঞ্চিও নড়ে নাই! শক্তি টক্তি সব ভুয়া! অথচ আইজ এখন পাঁচ গ্লাস মদ খেয়ে এলাম। দেখি দেয়ালটা আমারে দেইখা নিজেই কেমন ভয়ে কাঁপতাছে। দেইখা আমার এমুন হাসি পাইতেছে না, তোরে আর কী কমু!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url