বিটকয়েন কি ও কিভাবে কাজ করে What is Bitcoin and how it works

বিটকয়েন কি ও কিভাবে কাজ করে What is Bitcoin and how it works

বিটকয়েন হলো এক ধরনের ভার্চুয়াল কয়েন যা আপনি দেকতে পারবেন না বা ছুতে পারবেন না। এটি মূলত কাজ করে ব্লক চেন এর মাধ্যমে।

বিটকয়েন কি ও কিভাবে কাজ করে What is Bitcoin and how it works
বিটকয়েন কি ও কিভাবে কাজ করে What is Bitcoin and how it works

বিট কয়েনের কোডিং কাজ শুরু হয় ২০০৭ সালের শুরুর দিক দিয়ে। এবং এই কয়েন টি মার্কেটে আসে ২০০৯ সালে। তবে বিটকয়েন মার্কেটের লিস্টেড হওয়ার আগে বেশ কিছুদিন ফ্রিতে এই কয়েনটি মাইনিং করতে দিত। মাইনিং শুরু করলে ২৪ ঘন্টার জন্য চালু হয়ে যেত। এবং এই 24 ঘন্টায় 50 টা বিটকয়েন পাওয়া যেতো। তাবে ঐ সময় বিটকয়েন এর মূল্য খুব একটা বেশি ছিল না। যার কারনে অনেকে মাইনিং টাও ঠিকমতো করতো না।

২০১৩ সালের পর থেকে মার্কেটে বিটকয়েনের ইনভেস্টিং বাড়তে থাকে। যার কারণে ২০১৪ সাল থেকে কয়েনের দাম বাড়তে থাকে। দিনে দিনে বিটকয়েনের দাম এতটাই বেড়ে যায় যে কেউ কল্পনাও করতে পারেনি যেহেতু এটি একটি ক্রিপ্টোকারেন্সি কয়েন তাই এর দাম প্রতিদিন কমবেশি হয়ে থাকে ২০২১ সালের দিকে বিটকয়েনের দাম সর্বোচ্চ রেকর্ড করা হয়। যার দাম হয়েছিল 1 বিটকয়েন সমান ৬৬ হাজার ৯৬ ডলার। যা কেউ কল্পনাও করতে পারেনি। তবে এই সময়ে এসে বিটকয়েনের দাম আবারো কমে গিয়েছে এখন বর্তমানে ৩৩ হাজার থেকে ৩৫ হাজার ডলার এর ভিতরে ওঠানামা করছে।

অনেক বিজ্ঞানী ধারণা করেছে যে ২০২৫ সালের ভিতর বিটকয়েনের দাম ৮০ হাজার থেকে ১ লক্ষ ডলার এর ভেতর উঠানামা করবে। যেহেতু এটি একটি ক্রিপ্টোকারেন্সি কয়েন বা ভার্চুয়াল কয়েন তাই সঠিক করে এটার দাম কত হতে পারে বলা যায় না। শুধু ধারণা করা হয়েছে

বিটকয়েন মূলত কাজ করে ব্লক চেন এর মাধ্যমে ব্লকচেইন এমন একটা মাধ্যম যেখানে আপনি সরাসরি অপর জনের সাথে লেনদেন করতে পারবেন এখানে তৃতীয় জনের কোন অস্তিত্ব নাই। তাই এই ব্লক চেন টা অনেক বেশি নিরাপদ। এখন পর্যন্ত অনেক দেশেই সরকারিভাবে এই বিটকয়েন কে অনুমোদন করেনি।
এরপরেও অসৎ উপায়ে অনেকেই বিটকয়েন ব্যবহার করে যাচ্ছে। সকল ক্রিপ্টোকারেন্সি এর মধ্যে বিটকয়েন এর জনপ্রিয়তা শীর্ষে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url