আমি চাই থাকতে লিরিক্স Ami Chai Thakte Lyrics By Master D

আমি চাই থাকতে লিরিক্স Ami Chai Thakte Lyrics By Master D

 

Song Credit :

Vocalist : Nusraat Faria, Master D

Music Composer & Producer: Subir "Master-D" Dev

Bangla Lyrics: Syed Atiq

Mix & Master: Rcha

Cast: Nusraat Faria, Master D

Director & Choreographer: Baba Yadav

Producer: Xoombox1 Films

 
 
আমি চাই থাকতে লিরিক্স Ami Chai Thakte Lyrics By Master D

 

ভেবেছি বারে বারে প্রেমে পরেছি লিরিক্সঃ

 
ভেবেছি
বারে বারে প্রেমে পরেছি
মনে তারি ছবি একেছি
আর ভালোবাসা কি আমি বুঝেছি
 
মন ফেরে না ঘরে ফেরে না
বলনা কি করি আজ আমি তোকে নিয়ে
মন সহে না এই যন্ত্রনা
উদাস হয়ে ভেবে যাই তোকে
 
তোর মনের মাঝেতে
তোর কথার ভাজেতে
তোর ভাবনা গুলোতে
আমি চাই থাকতে
 
তোর ঝুমকা দোলাতে
তোর হাতের চুড়িতে
তোর লাল লাল ঠোটে
আমি চাই থাকতে
 
ও রে কি জাদু তুই করলি
কেরে নিলি ঘুম
হয়ে যাবো আমি loka
My heart goes boom boom boom
 
ভালোবাসি খুব বেশি তোর মুখের হাসি
মনে ঝড় ওঠে যখন তোর চোখে দেখি
মন ফেরে না ঘরে ফেরে না
বলনা কি করি আজ আমি তোকে নিয়ে
 
মন সহে না এই যন্ত্রনা
উদাস হয়ে ভেবে যাই তোকে
তোর মনের মাঝেতে
তোর কথার ভাজেতে

তোর ভাবনা গুলোতে
আমি চাই থাকতে
তোর ঝুমকা দোলাতে
তোর হাতের চুড়িতে

তোর লাল লাল ঠোটে
আমি চাই থাকতে
তোর হাতের ছোয়াতে
তোর ঘুমের ঘোরেতে

তোকে সপ্ন দেখাতে
আমি চাই থাকতে
তোর সপ্ন গুলোতে
তোর নাকের নোলোকে

তোর গালের তিলেতে
আমি চাই থাকতে
তোর মনের মাঝেতে
তোর কথার ভাজেতে

তোর ভাবনা গুলোতে
আমি চাই থাকতে
তোর ঝুমকা দোলাতে
তোর হাতের চুড়িতে

তোর লাল লাল ঠোটে
আমি চাই থাকতে
 
 
 

(সমাপ্ত)

 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url