বেকার বি এ পাশ বাংলা লিরিক্স গগন সাকিব Bekar B A Pass Lyrics GOGON SAKIB

বেকার বি এ পাশ লিরিক্স Bekar B A Pass By GOGON SAKIB - Lyrics

 

Song Credit : 

Song : BEKAR 🔥 বেকার

Starring By : GOGON SAKIB & Nil

Singer : Gogon Sakib

Lyrics : Johurul Islam Joni & GOGON SAKIB

Tune : Gogon Sakib

Music & Mix Master : Ahmed Sajeeb

DOP & Drone : Mobarok Hossain

Edit & Poster : Mobarok Hossain

Production : Samsul Official

Label : Samsul Official 

 
বেকার বি এ পাশ বাংলা লিরিক্স গগন সাকিব Bekar B A Pass Lyrics GOGON SAKIB

 বেকার বি এ পাশ বাংলা লিরিক্সঃ

অসুখ বাড়ছে বাবার বাড়ছে মায়ের দির্ঘোষাশ
 জিন্দা মরা লাশ আমি বেকার বিএ পাস
অসুখ বাড়ছে বাবার বাড়ছে মায়ের দির্ঘোষাশ
 জিন্দা মরা লাশ আমি বেকার বিএ পাস
 
ভাই বোন আর প্রেমিকার কতশত আবদার
হিমশিম খাচ্ছি মেটাতে আমি বারেবার
একটা চাকরি হলে অভাব দূরে ঠেলে
হাসি ফোটাবো আমি বড় ছেলে
 
একটা চাকরি হলে অভাব দূরে ঠেলে
হাসি ফোটাবো আমি বড় ছেলে
বেকার বলে আজ আমি অসহায়
বেকার বলে আজ নির্ঘুম রাত যায়
 
বেকার বলে আজ সে অন্যের বধু
বেকার বলে আজ কাদি একা শুধু
পায়ের চটি জানেরে রোজ কতটা পথ হাঁটে
সার্টিফিকেট বুকে হয়তো স্বপ্ন হবে মাটি
 
চাকরি জোটেনি বলেরে আজ কেও তো পাশে নাই
 দিন শেষে চোখে মুখে জুটলো পোড়া ছাই
চাতক পাখির মতো বুকে নিয়ে ক্ষত
চাকরির আশায় গুনছিরে দিন আমি অবিরত
 
চাতক পাখির মতো বুকে নিয়ে ক্ষত
 চাকরির আশায় গুন গুনছিরে  আমি অবিরত
কর্তা মামা হলে চাকরিটা যেত মিলে
ইচ্ছে হয় সার্টিফিকেট খাইরে আমি গিলে
 
কর্তা মামা হলে চাকরিটা যেত মিলে
ইচ্ছে হয় সার্টিফিকেট খাইরে আমি গিলে

(সমাপ্ত)

 
 
 
 
 
 
 
 
 
 
 


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url