সেরা একটি কষ্টের ভালোবাসার গল্প The best is a troubled love story
সেরা একটি কষ্টের ভালোবাসার গল্প The best is a troubled love story
আর কোনদিন তোমাকে বিরক্ত করতে আসবো না দাঁড়া বোন আর তোমার সামনেই ভালোবাসার অধিকার নিয়ে কারণ তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা বা নয়তোবা নেই
আর ভবিষ্যতে তোমাকে পাবার যোগ্যতা বোন হবে না
আমার উজ্জল কোন ভবিষ্যৎ নেই
আমার ভবিষ্যৎ হবে কিনা সেটা
আমার জানা নেই আর
বর্তমানে যেটা আছে সেটা
হলো এক বুক ভালোবাসা
আর শুধুমাত্র ভালোবাসা দিয়ে কাউকে সুখে রাখা যায় না
আমি তোমার জীবন থেকে সরে গেলে হয়তো বা তোমার ভালো লাগবে আর সেজন্যেই হয় তোবা তুমি আমাকে অবহেলা করো ইচ্ছামত অবহেলা সহ্য করতে করতে হারিয়ে যাবো
তুমি বুজতে পারবে
না হয়তো তুমি অনেক
খুজবে সেদিন আর আমাকে পাবে
না তুমি আমাকে খুঁজে
না পেলে নিরবে কাঁদবে
সেদিন
একা কিত্তো উপহাস করবে তোমাকে না
জাণীয়ে হারিয়ে যাবো দূর অজানায়
যেখান থেকে আর ফিরে
আসা অসম্ভব হঠাৎ করে হারিয়ে
যাব কারণ পরিকল্পনা করে
হারিয়ে যাওয়া যায় না
তুমি আমাকে অবহহেলা করে কি পাও তা আমি জানি না কিন্তু তুমি যে আমাকে অবহেলা করো তা তো আমি নিতে পারছি না সত্যি তোমাকে অনেক ভালবাসছিলাম
বিনিময়ে সুদু পেয়েছি অবহেলা ছাড়া আর কিছু না এটা কি সেই তুমি যাকে আমি ভালবেসে ছিলাম নাকি আমি ভুল ছিলাম ভালো থাকো তুমি