বোবার মুখোস লিরিক্স Bobar Mukhos Lyrics By GOGON SAKIB
বোবার মুখোস লিরিক্স Bobar Mukhos Lyrics By GOGON SAKIB
Song Credit :
Song : বোবার মুখোস
Singer : GOGON SAKIB
Lyrics : Riaz
Tune : Riaz
Music : Jami Ul Hasan
Edit & Color : Prince Samsull & Sad Boy
Label : Samsul Official
বোবার মুখোস লিরিক্সঃ
তোমার বেয়মানির কি রুপ
আমাকে করাইছে চুপ
জবান খুলে কি হবে
চিরটা কাল বোবা থাকুক
আমাকে করাইছে চুপ
জবান খুলে কি হবে
চিরটা কাল বোবা থাকুক
তোমার বেয়মানির কি রুপ
আমাকে করাইছে চুপ
জবান খুলে কি হবে
চিরটা কাল বোবা থাকুক
আমাকে করাইছে চুপ
জবান খুলে কি হবে
চিরটা কাল বোবা থাকুক
আমি তো আসল বোবা নই
বোবা দের মুখোশ পরে রই
তুমি ডাকে সারা না দিলে
আমি যেন চির বোবা হই
বোবা দের মুখোশ পরে রই
তুমি ডাকে সারা না দিলে
আমি যেন চির বোবা হই
আমি তো আসল বোবা নই
বোবা দের মুখোশ পরে রই
তুমি ডাকে সারা না দিলে
আমি যেন চির বোবা হই
বোবা দের মুখোশ পরে রই
তুমি ডাকে সারা না দিলে
আমি যেন চির বোবা হই
আমি কি বলবো সবাইকে
কেন আমি বোবার মুখুশে
আজীবন যাপন করছি চুপ থেকে
দোষ তোমায় না দিয়ে
কেন আমি বোবার মুখুশে
আজীবন যাপন করছি চুপ থেকে
দোষ তোমায় না দিয়ে
যদি কেউ জানে এই আমার
মুখোশের পেছনে হাত কার
তবে দোষি তোমায় হতে হই
আমি তো বোবা হবার নয়
মুখোশের পেছনে হাত কার
তবে দোষি তোমায় হতে হই
আমি তো বোবা হবার নয়
আমি তো আসল বোবা নই
বোবা দের মুখোশ পরে রই
তুমি ডাকে সারা না দিলে
আমি যেন চির বোবা হই
বোবা দের মুখোশ পরে রই
তুমি ডাকে সারা না দিলে
আমি যেন চির বোবা হই
আমি তো আসল বোবা নই
বোবা দের মুখোশ পরে রই
তুমি ডাকে সারা না দিলে
আমি যেন চির বোবা হই
বোবা দের মুখোশ পরে রই
তুমি ডাকে সারা না দিলে
আমি যেন চির বোবা হই
আমি তো আসল বোবা নই
বোবা দের মুখোশ পরে রই
তুমি ডাকে সারা না দিলে
আমি যেন চির বোবা হই
বোবা দের মুখোশ পরে রই
তুমি ডাকে সারা না দিলে
আমি যেন চির বোবা হই
আমি তো আসল বোবা নই
বোবা দের মুখোশ পরে রই
তুমি ডাকে সারা না দিলে
আমি যেন চির বোবা হই
বোবা দের মুখোশ পরে রই
তুমি ডাকে সারা না দিলে
আমি যেন চির বোবা হই