ছেড়ে যেওনা অভিমান লিরিক্স তানভীর ইভান Chere Jeyona Oviman Lyrics by Tanveer Evan
ছেড়ে যেওনা অভিমান লিরিক্স তানভীর ইভান Chere Jeyona Oviman Lyrics by Tanveer Evan
Song Credit :
Track name - Chere Jeyona Extended version
Lyrics,Tune & Vocal -Tanveer Evan
Music - Piran khan
Behind the camera : Nawshad Rahman
ছেড়ে যেওনা অভিমান লিরিক্সঃ
ছেড়ে যেওনা ছেড়ে যেওনা
কি করি বলো তুমি হিনা
আমি পারিনি তোমাকে
আপন করে রাখতে
কি করি বলো তুমি হিনা
আমি পারিনি তোমাকে
আপন করে রাখতে
আমি পারিনি তোমাকে
আবার আমার করে রাখতে
তুমি বুঝোনি আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসনি
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি
তুমি বুঝোনি আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসনি
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে
তুমি বুঝোনি বুঝোনি
কখনো যদি আনমনে চেয়ে
আকাশের পানে আমাকে খুঁজো
কখনো যদি হঠাৎ এসে
জড়িয়ে ধরে বলো ভালোবাসো
আমি তখনই হে তখনই
তোমার নামে লেখা চিঠিটি
পরে তোমাকে শোনাবো
ঠিক তখনই হে তখনই
ভালোবাসি কতটা আমি
বলো কি করে তোমায় বুঝাবো
তুমি বুঝোনি আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসনি
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি
তুমি বুঝোনি আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসনি
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে
তুমি বুঝোনি বুঝোনি