চল নিরালায় লিরিক্স Cholo Niralai Lyrics By Ayon Chaklader and Atiya Anisha

চল নিরালায় লিরিক্স Cholo Niralai Lyrics By Ayon Chaklader and Atiya Anisha

 

Song Credit :

Song Name: Cholo Niralai (চল নিরালায়)

Tune and Music: Naved Parvez

Lyrics: Johny Haque

Singer: Ayon Chaklader and Atiya Anisha

Music Director : Jahid Nirob

Sound Design: Ripon Nath

Produced By : Live Technologies Ltd

 
 
চল নিরালায় লিরিক্স Cholo Niralai Lyrics By Ayon Chaklader and Atiya Anisha

 

চল নিরালায় লিরিক্সঃ

 
প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়
চল নিরালায় চল নিরালায়
মেঘে উড়িয়া ঘুড়িয়া

ভিজিয়া ছলায়
চল নিরালায় চল নিরালায়
পরানে শয়নে নয়নে নয়নে

তুমি শুধু মনে
প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়
চল নিরালায় চল নিরালায়

মেঘে উড়িয়া ঘুড়িয়া
ভিজিয়া ছলায়
চল নিরালায় চল নিরালায়

আমি আর আমি নই
তোমাতে ডুবিয়া রই দিয়েছো পাগল করিয়া
উথাল পাথাল মন দরিয়া

পরানে শয়নে নয়নে নয়নে
তুমি শুধু মনে
প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়

চল নিরালায় চল নিরালায়
মেঘে উড়িয়া ঘুড়িয়া
ভিজিয়া ছলায়

চল নিরালায় চল নিরালায়
তুমি আর একা নও
আমাতে মিশিয়া রও

দেখিয়া রাখিব তোমায়
পিয়াসী মনের গালিচায়
প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়

চল নিরালায় চল নিরালায়
মেঘে উড়িয়া ঘুড়িয়া
ভিজিয়া ছলায়

চল নিরালায় চল নিরালায়
 
 

(সমাপ্ত)

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url