ফেরাতে পারিনি আমি লিরিক্স রেহান রাসুল Ferate Parini Ami Lyrics REHAAN RASUL

ফেরাতে পারিনি আমি Ferate Parini By REHAAN RASUL - Lyrics

 

Song Credit : 

Song : FERATE PARINI ফেরাতে পারিনি

DRAMA : APPOINTMENT LETTER

Director : Md Abubakar Rokon (AB ROKON)

Cast : Afran Nisho, Mehazabien Chowdhury and many more

Tune & Music : Naved Parvez

Singer : Rehaan Rasul

Lyrics : Mahmood Manzoor

Flute : Sayon Mangsang

Viola : George Milanovich  

 

ফেরাতে পারিনি আমি লিরিক্স রেহান রাসুল Ferate Parini Ami Lyrics REHAAN RASUL


ফেরাতে পারিনি আমি লিরিক্সঃ

সবই বুঝি তবু অবুঝের মতো
তোমায় খুঁজি নিয়ে হারানোর ক্ষত
আজও ভাবি কেন বেদনার মতো
হৃদয়ে আঁকি নীল প্রজাপতি শত

ফেরাতে পারিনি আমি
পারিনি তোমার হতে
তুমি তো গিয়েছো চলে
দ্রুতলয়ে আলোর পথে

সবই বুঝি তবু অবুঝের মতো
তোমায় খুঁজি নিয়ে হারানোর ক্ষত
আজও ভাবি কেন বেদনার মতো
হৃদয়ে আঁকি নীল প্রজাপতি শত
সেই যে ভালোবেসে

হৃদয়ের পাল তুলে প্রেমের বৈঠা নিয়ে
অজানায় গিয়েছো চলে
ফেরাতে পারিনি আমি
পারিনি তোমার হতে

তুমিতো গিয়েছো চলে
দ্রুতলয়ে আলোর পথে
সবই বুঝি তবু অবুঝের মতো
তোমায় খুঁজি নিয়ে হারানোর ক্ষত

আজও ভাবি কেন বেদনার মতো
হৃদয়ে আঁকিনীল প্রজাপতি শত
এই যে আলো থেকে
আঁধারে দিয়েছো ঠেলে

কী যে একা একা লাগে
চোখ ভিজে লোনা জলে
ফেরাতে পারিনি আমি
পারিনি তোমার হতে

তুমিতো গিয়েছো চলে
দ্রুতলয়ে আলোর পথে
সবই বুঝি তবু অবুঝের মতো
তোমায় খুঁজি নিয়ে হারানোর ক্ষত


(সমাপ্ত)

 

      

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url