Kemne Je Din Jay Lyrics Pagla Imran, Ankur Mahamud কেমনে যে দিন যায় লিরিক্স পাগল ইমরান

Kemne Je Din Jay Lyrics Pagla Imran, Ankur Mahamud কেমনে যে দিন যায় লিরিক্স পাগল ইমরান

 

Song Credit :

Song: Kemne Je Din Jay [ কেমনে যে দিন যায় ] 

Singer: Pagla Imran

Lyrics & Tune: Pagla Imran

Guitar: Shihab Rayhan

Music: Ankur Mahamud

Label: Eagle Music

 
Kemne Je Din Jay Lyrics Pagla Imran, Ankur Mahamud কেমনে যে দিন যায় লিরিক্স পাগল ইমরান

কেমনে যে দিন যায় লিরিক্সঃ

দুঃখের সাথে বসত আমার দুঃখের নদী বাই
স্রোতে স্রোতে ভাইসা বেড়াই
ঠিক ঠিকানা নাই (x2)
কেমনে যে দিন যায়

আমার কেমনে যে রাইত যায়
একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই
কেমনে যে দিন যায়
আমার কেমনে যে রাইত যায়

একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই
বুকের ভিতর জইমা গেছে দুঃখ কষ্টের পাহাড়
ওরে বুকটা আমার কাইন্দা মরে
এবার আমায় ছাড় (x2)

ক্যামনে যে দিন যায়
আমার ক্যামনে যে রাইত যায়
একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই
রংধনুর ঐ সাত রং তোর মনে মাখিস

আমার জন্য মেঘলা আকাশ
চাঁদ ডুবিয়ে রাখিস (x2)
কেমনে যে দিন যায়।
আমার কেমনে যে রাইত যায়

একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই
দুঃখের সাথে বসত আমার দুঃখের নদী বাই
স্রোতে স্রোতে ভাইসা বেড়াই
ঠিক ঠিকানা নাই

কেমনে যে দিন যায়
আমার কেমনে যে রাইত যায়
একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই
কেমনে যে দিন যায়

আমার কেমনে যে রাইত যায়

(সমাপ্ত)

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url