জীবন পরিবর্তন করে দেবার মতো একটি গল্প A life-changing Bangla Motivational Story
জীবন পরিবর্তন করে দেবার মতো একটি গল্প A life-changing Bangla Motivational Story
Point 1: Eagle Fly Alone
ঈগল একাই আকাশে উড়ে এবং অন্যান্য পাখিদের তুলনায় সবথেকে উপরে উড়ে ঈগল একাই উড়েবে কিন্তু কোনদিনই অন্যান্য পাখিদের সাথে আকাশে উড়বে না হয় সে অন্যের সাথে করবে নয়তো বা সে একাই উড়েবে আর এর থেকে আমরা এই শিক্ষা পাই যে ছোট চিন্তা ধারা যুক্ত লোকেদের থেকে আমাদের সবসময় দূরে থাকা উচিত প্রয়োজন পড়লে একা থাকুন কিন্তু তবুও নিম্ন চিন্তা ধারাও বিচারধারা লোক এদের থেকে দূরে থাকুন কারণ এটাই হল সেই সময়ে যখন আপনি নিজেকে ভালোভাবে জানতে ও বুঝতে পারবেন
Point 2: Clear & Strong Vision
ঈগল নিজের শিকারকে 5 কিলোমিটার দূর থেকে দেখে নিতে পারে আর যখন সে একবার নিজের শিকার দেখতে পেয়ে যায় তারপর রাস্তায় কতই বাধা আসুক না কেন সে নিজের লক্ষ্যে পৌঁছে ছাড়ে আর এর থেকে অনেক বড় একটি শিক্ষা পাওয়া যায় যে সব সময় নিজের লক্ষ্যে ক্লিয়ার রাখুন আর নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কতই বাধা আসুক না কেন কোনদিন ভয় পাবেন না এবং পিছপা হবেন না সেই ঈগলের মত