জীবন পরিবর্তন করে দেবার মতো একটি গল্প A life-changing Bangla Motivational Story

জীবন পরিবর্তন করে দেবার মতো একটি গল্প A life-changing Bangla Motivational Story

 
যদি কোনদিন কিছু হতে চান তাহলে একটি ঈগল হবেন কিন্তু কোনদিনই একটি তোতাপাখি হবেননা তোতাপাখি বলতে তো করে অনেক কিছুই কিন্তু কোনদিন ঈগলের মত অ্যাটিটিউড রাখতে পারেনা ঈগল বলে অনেক কম কিন্তু আকাশের সবথেকে উপরে উঠতে পারে আর বাকি পাখিদের রাজা হল ঈগল আজ আপনি এমন পয়েন্ট কে জানতে চলেছেন যা প্রতিটি মানুষকে একটি ঈগলের কাছ থেকে শেখা উচিত জীবনের সবথেকে বড় শিক্ষা রয়েছে এই পাঁচটি পয়েন্টে
 
 
জীবন পরিবর্তন করে দেবার মতো একটি গল্প A life-changing Bangla Motivational Story

 

Point 1: Eagle Fly Alone

ঈগল একাই আকাশে উড়ে এবং অন্যান্য পাখিদের তুলনায় সবথেকে উপরে উড়ে ঈগল একাই উড়েবে কিন্তু কোনদিনই অন্যান্য পাখিদের সাথে আকাশে উড়বে না হয় সে অন্যের সাথে করবে নয়তো বা সে একাই উড়েবে আর এর থেকে আমরা এই শিক্ষা পাই যে ছোট চিন্তা ধারা যুক্ত লোকেদের থেকে আমাদের সবসময় দূরে থাকা উচিত প্রয়োজন পড়লে একা থাকুন কিন্তু তবুও নিম্ন চিন্তা ধারাও বিচারধারা লোক এদের থেকে দূরে থাকুন কারণ এটাই হল সেই সময়ে যখন আপনি নিজেকে ভালোভাবে জানতে বুঝতে পারবেন

Point 2: Clear & Strong Vision

ঈগল নিজের শিকারকে 5 কিলোমিটার দূর থেকে দেখে নিতে পারে আর যখন সে একবার নিজের শিকার দেখতে পেয়ে যায় তারপর রাস্তায় কতই বাধা আসুক না কেন সে নিজের লক্ষ্যে পৌঁছে ছাড়ে আর এর থেকে অনেক বড় একটি শিক্ষা পাওয়া যায় যে সব সময় নিজের লক্ষ্যে ক্লিয়ার রাখুন আর নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কতই বাধা আসুক না কেন কোনদিন ভয় পাবেন না এবং পিছপা হবেন না সেই ঈগলের মত

Point 3: Eagle Never Eats Dead Things

ঈগল কখনো মৃত শিকার খাইনা না ঈগল সবসময় জীবিত শিকার কে খায় এটি থেকে একটি শিক্ষা পাওয়া যায় যে আমাদের একটা জিনিস নিয়ে ভাবলে চলবে না নিযের জীবন নিজেকে গোড়তে হবে যে যাবার সে যাক ভাল খারাপ আমাদের বুজতা হবে খারাপ সময়ে আমাদের পাশে কেউ থাকবে না 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url