তোর মন পাড়ায় লিরিক্স মেহেদী সুলতান Tor Mon Paray Lyrics by Mahdi Sultan

তোর মন পাড়ায় লিরিক্স মেহেদী সুলতান Tor Mon Paray Lyrics by Mahdi Sultan

 

 

Song Credit :

Name : Tor mon paray

Singer : Mahdi Sultan

Music : Ayon Chaklader

Lyric and tune: Jisan Khan Shuvo

Starring : Rasel Khan (SR)

Dop : Sani Khan

Director : Saiful Islam Roman

Edit and Colour : Saiful Islam Roman

Produced by : MD Shahjahan Miah (Pablo)

Label : Pammi Multimedia

 

তোর মন পাড়ায় লিরিক্স মেহেদী সুলতান Tor Mon Paray Lyrics by Mahdi Sultan

 

তোর মন পাড়ায় লিরিক্সঃ

তোর মন পাড়ায়
থাকতে দে আমায়
আমি চুপটি করে দেখবো
আর ডাকবো ইশারায়
 
তুই চাইলে বল
আমার সঙ্গে চল
ঐ উদাসপুরের বৃষ্টিতে
আজ ভিজবো দু'জনায়
 
অভিমানী মন আমার
চায় তোকে বারেবার
অভিমানী মন আমার
চায় তোকে বারেবার
 
তাই বলি আয় রে ছুটে আয়
তোর মন পাড়ায় (তোর মন পাড়ায়)
থাকতে দে আমায় (তোর মন পাড়ায়)
আমি চুপটি করে দেখবো
 
আর ডাকবো ইশারায়
তুই চাইলে বল (তুই চাইলে বল)
আমার সঙ্গে চল (আমার সঙ্গে চল)
ঐ উদাসপুরের বৃষ্টিতে
 
আজ ভিজবো দু'জনায়
তোর হৃদয় আঙিনায়
থাকতে আমি চাই
তুই ছাড়া বাঁচার নেই রে উপায়
 
কিভাবে ওরে, তোকে ছেড়ে
একাকী আমি জীবন কাটাই?
অভিমানী মন আমার
চায় তোকে বারেবার
 
অভিমানী মন আমার
চায় তোকে বারেবার
তাই বলি আয় রে ছুটে আয়
তোর মন পাড়ায়
 
থাকতে দে আমায়
আমি চুপটি করে দেখবো
আর ডাকবো ইশারায়
তুই চাইলে বল
 
আমার সঙ্গে চল
ঐ উদাসপুরের বৃষ্টিতে
আজ ভিজবো দু'জনায়
শুধু তোকে ঘিরে
 
শত স্বপ্নের ভিড়ে
এখন আমার বসবাস
তুই এলে জীবনে
পাবো বাঁচার মানে
 
পাবো সুখেরই আভাস
অভিমানী মন আমার
চায় তোকে বারেবার
অভিমানী মন আমার
 
চায় তোকে বারেবার
তাই বলি আয় রে ছুটে আয়
ঐ উদাসপুরের বৃষ্টিতে
আজ ভিজবো দু'জনায়
 
তোর মন পাড়ায় (তোর মন পাড়ায়)
থাকতে দে আমায় (থাকতে দে আমায়)
আমি চুপটি করে দেখবো
আর ডাকবো ইশারায়
 
তুই চাইলে বল (তুই চাইলে বল)
আমার সঙ্গে চল (আমার সঙ্গে চল)
ঐ উদাসপুরের বৃষ্টিতে
আজ ভিজবো দু'জনায়
 
 

(সমাপ্ত)

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url