তুইতো আমার সব লিরিক্স মিনার রহমান Tuito Amar Sob Lyrics By Minar Rahman

তুইতো আমার সব লিরিক্স মিনার রহমান Tuito Amar Sob Lyrics By Minar Rahman

 

Song Credit :

Song : Tuito Amar Sob তুইতো আমার সব

Singer: Minar Rahman মিনার রহমান

Lyrics: Ahmed Risvy

Tune: Nazir Mahmud

Music: Musfiq Litu

Label: Soundtek

 

তুইতো আমার সব লিরিক্স মিনার রহমান Tuito Amar Sob Lyrics By Minar Rahman
 

তুই তো আমার সব লিরিক্সঃ

 
তোর কাছে যেতে চায় হৃদয় মানে না বারণ
বৃষ্টির শহরে মেঘলা আমার এ মন
তোর কাছে যেতে চায় হৃদয় মানে না বারণ
বৃষ্টির শহরে মেঘলা আমার এ মন

তুই কি আমার মতো ভাবিস আমায়
ভালোবাসা খুঁজে নিস জলের ছোঁয়ায়
তোকে ছাড়া হয় না তো কোনো উৎসব
তুই, তুই তো আমার সব

তুই তুই তো আমার সব
তুই তো আমার সব
অভিমানী ভুলগুলো যেন ফুল হয়
একা একা কাটে না তো বিরহী সময়

অভিমানী ভুলগুলো যেন ফুল হয়
একা একা কাটে না তো বিরহী সময়
তুই কি আমার মতো স্বপ্ন দেখিস
চোখের আকাশ জুড়ে আমায় আঁকিস

তোকে ছাড়া হয় না তো কোন উৎসব
তুই তুই তো আমার সব
তুই তুই তো আমার সব
তুই তো আমার সব

ভেজা চোখে ঝরে পড়ে শিশিরের সুর
তোর কথা মনে পড়ে রাত্রি দুপুর
ভেজা চোখে ঝরে পড়ে শিশিরের সুর
তোর কথা মনে পড়ে রাত্রি দুপুর

তুই কি আমার মতো উদাস কবি
লিখে যাস হৃদয়ে কাব্য ছবি
তোকে ছাড়া হয় না তো কোন উৎসব
তুই তুই তো আমার সব

তুই তুই তো আমার সব
তুই তো আমার সব


(সমাপ্ত)


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url