জিন্দা মারিস না লিরিক্স Zinda Marish Na Lyrics By Samz Vai

জিন্দা মারিস না লিরিক্স Zinda Marish Na Lyrics By Samz Vai

 

Song Credit :

Song : Zinda Marish Na

Singer: Samz Vai

Lyric: Salauddin Shagor

Tune: Polok Hasan Sumon

Music: Ahmed Sajeeb

Label: Dream Touch Media (DTM)

 
 
জিন্দা মারিস না লিরিক্স Zinda Marish Na Lyrics By Samz Vai

 

জিন্দা মারিস না লিরিক্সঃ

 
 
কান্না কান্না কন্ঠে গান
গাইতে পারি না
তুই ছাড়া কারো দিকে
চাইতে পারি না

কান্না কান্না কন্ঠে গান
গাইতে পারি না
তুই ছাড়া কারো দিকে
চাইতে পারি না

তুইতো নেই আমার
হচ্ছে বুকে তোলপাড়
হয়েছি দেবদাশ
তবু নেশা করি না

ভালো থাকিস ভালো রাখিস
হাতটা ছাড়িস না
আমার মতো অন্য কাউকে
জিন্দা মারিস না

ভালো থাকিস ভালো রাখিস
হাতটা ছাড়িস না
আমার মতো অন্য কাউকে
জিন্দা মারিস না

দেখতে যে তুই ভিষণ বোকা
মনটা চতুর বেশ
মিথ্যে মায়ায় কাছে টেনে
মনটা করলি শেষ

দেখতে যে তুই ভিষণ বোকা
মনটা চতুর বেশ
মিথ্যে মায়ায় কাছে টেনে
মনটা করলি শেষ

তুইতো নেই আমার
হচ্ছে বুকে তোলপাড়
হয়েছি দেবদাশ
তবু নেশা করি না

ভালো থাকিস ভালো রাখিস
হাতটা ছাড়িস না
আমার মতো অন্য কাউকে
জিন্দা মারিস না

ভালো থাকিস ভালো রাখিস
হাতটা ছাড়িস না
আমার মতো অন্য কাউকে
জিন্দা মারিস না

অভিশাপ কি দেব রে
ভাবতে লজ্জা পাই
কেমন করে দিলাম তোরে
এই হৃদয়ে ঠাই

অভিশাপ কি দেব রে
ভাবতে লজ্জা পাই
কেমন করে দিলাম তোরে
এই হৃদয়ে ঠাই

তুইতো নেই আমার
হচ্ছে বুকে তোলপাড়
হয়েছি দেবদাশ
তবু নেশা করি না

ভালো থাকিস ভালো রাখিস
হাতটা ছাড়িস না
আমার মতো অন্য কাউকে
জিন্দা মারিস না

ভালো থাকিস ভালো রাখিস
হাতটা ছাড়িস না
আমার মতো অন্য কাউকে
জিন্দা মারিস না

কান্না কান্না কন্ঠে গান
গাইতে পারি না
তুই ছাড়া কারো দিকে
চাইতে পারি না

কান্না কান্না কন্ঠে গান
গাইতে পারি না
তুই ছাড়া কারো দিকে
চাইতে পারি না

তুইতো নেই আমার
হচ্ছে বুকে তোলপাড়
হয়েছি দেবদাশ
তবু নেশা করি না

ভালো থাকিস ভালো রাখিস
হাতটা ছাড়িস না
আমার মতো অন্য কাউকে
জিন্দা মারিস না

ভালো থাকিস ভালো রাখিস
হাতটা ছাড়িস না
আমার মতো অন্য কাউকে
জিন্দা মারিস না
 
 

(সমাপ্ত)

 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url