বুঝবি তুই কাঁদবি তুই যখন আমি থাকবো না লিরিক্স Bujhbi tui kadbi tui Lyrics By Imran & Milon and Konal

বুঝবি তুই কাঁদবি তুই যখন আমি থাকবো না লিরিক্স Bujhbi tui kadbi tui Lyrics By Imran & Milon and Konal


Song Credit :


Song: PAINA TOKE পাইনা তোকে

Singer: Imran & Milon & Konal

Lyrics: Jamal Hossain

Tune, Music and Programming: Imran Mahmudul

Additional Programming: Tonmay Mahabubul

Mix & Master : Imran Mahmudul

Label: Rangon Music

Release Date: 11-09-2022 


বুঝবি তুই কাঁদবি তুই যখন আমি থাকবো না লিরিক্স Bujhbi tui kadbi tui Lyrics By Imran & Milon and Konal


বুঝবি তুই কাঁদবি তুই যখন আমি থাকবো না লিরিক্সঃ



ভালোবাসার অপার সুখে
পাইনা তোকে এই বুকে
মরছি আমি ধুকে ধুকে


থাকবে কি পাশেই আমার দুখে
বুঝবি তুই, কাদবি তুই
যখন আমি থাকবো না

হাত বাড়িয়ে ডাকবি তুই
আর তো ফিরে আসবো না
ভালোবাসার অপার সুখে


পাইনা তোকে এই বুকে
মরছি আমি ধুকে ধুকে
থাকবে কি পাশেই আমার দুখে


আর কতকাল দিবি ফাঁকি
ভালোবাসার কাজল আঁখি
প্রেম দেখি না তোর ওই চোখে


ভালোবাসি বলিস শুধু মুখে
থাকবি শুধু এবুকের বাপাশে
লিখে দিলাম তোর নাম আকাশে


ভালোবাসার অপার সুখে
পাইনা তোকে এই বুকে
ছাড়তে পাড়ি পৃথিবীকে


যদি মাথা রাখিস আমার বুকে
আর পাড়ি না গুনতে প্রহর
জাগবে কবে প্রেমের চোখ


লিখবো প্রেমের কবিতা বাতাসে
উড়িয়ে দিলাম তোর প্রেম আকাশে
ভালোবাসার অপার সুখে


পাইনা তোকে এই বুকে


(সমাপ্ত)
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url